রেকর্ড ও রান বন্যার ম্যাচে ক্যারিবীয়দের হারালো আইরিশরা

12

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে আয়ারল্যান্ড। তবে এবার তিন টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই নিজেদের সামর্থ্য দেখালো আইরিশরা। রান বন্যা ও নখ কামড়ানো ম্যাচে উইন্ডিজকে ৪ রানে হারিয়েছে তারা। আয়ারল্যান্ডের দেওয়া ২০৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জয়ের জন্য উইন্ডিজের দরকার ছিল ১৩ রান। ব্যাটিংয়ে ছিলেন অবসর ভেঙে চার বছর পর ক্যারিবীয়নদের জাতীয় দলে ফেরা ডোয়াইন ব্রাভো ও সেরফেনে রাদারফোর্ড। কিন্তু জশুয়া লিটল এসে প্রথম বলেই তুলে নেন রাদারফোর্ডকে। ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরার আগে ১৩ বলে ২৬ রান করেন তিনি। পরের বলে ছ্ক্কা মেরে জয়ের সুযোগ সৃষ্টি করেন ব্রাভো।
পরের বলে নেন দুই রান। চতুর্থ বলে কোনো রান করতে না ব্রাভো পঞ্চম বলে ধরা পড়েন গ্যারেথ ডিলানির হাতে। আর তাতেই শেষ হয়ে যায় উইন্ডিজদের জয়ের স্বপ্ন। লিটলের শেষ বলে কোনো রান করতে পারেননি নতুন ব্যাটিংয়ে নামা হেইডেন ওয়ালশ। উইন্ডিজরা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে থেমে যায় ২০৪ রানে। এর আগে গ্রানাডার জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে পল স্টার্লিংয়ের ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটে ২০৮ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড।