রুশ হামলার আশঙ্কায় কিয়েভ ছাড়ছে মানুষ

17

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক উপদেষ্টা বলেছেন, বুধবার (২৪ আগস্ট) ইউক্রেনের স্বাধীনতা দিবসে কিয়েভে রুশ হামলার আশঙ্কায় বেসামরিক মানুষ রাজধানী ছাড়ছেন। মঙ্গলবার বিবিসি রেডিও ফোর-এর টুডে অনুষ্ঠানে আলেক্স রোডনিয়ানস্কি একথা জানিয়েছেন।
ইউক্রেনের মার্কিন দূতাবাস এক বিবৃতিতে ইউক্রেনীয় বেসামরিক ও সরকারি স্থাপনায় রাশিয়ার হামলা আসন্ন বলে সতর্ক করার পর রোডনিয়ানস্কি এই মন্তব্য করলেন। রোডনিয়ানস্কি বলেছেন, বুধবার ইউক্রেনের রাজধানীতে একটি হামলার আশঙ্কায় লোকজন উদ্বিগ্ন। মানুষ এমন আশঙ্কা থেকে প্রতিক্রিয়া জানাচ্ছে। তারা নিজেদের সুরক্ষার জন্য বিকল্প পন্থা ভাবছে। তারা কেউ সরকারি ভবনের আশেপাশে থাকতে চাইছে না।
জেলেনস্কি উপদেষ্টা বলেন, যুদ্ধক্ষেত্রে সফলতা না পাওয়ার কারণে নিজেদের অদক্ষতা আড়াল করতে রাশিয়া একটি হামলা চালাতে পারে বলে ঝুঁকি রয়েছে। মার্কিন দূতাবাস নিজেদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দিয়েছে।