রুমা থানার পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

12

নিজস্ব প্রতিবেদক

বান্দরবানের রুমা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী রাকিব উদ্দিনের (৫২) নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় এ পরোয়ানা জারি করা হয়। গত বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালত এই আদেশ দেন। কাজী রাকিব উদ্দিন, ঢাকা জেলার জিগাতলা থানার গজমোহন এলাকার কাজী রেহান উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে রুমা থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত আছেন।
আদালত সূত্রে জানা যায়, গত বছরের ৩১ অক্টোবর ৫২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নগরের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকার শামীমা আক্তার নামের এক গৃহবধূ আদালতে চেক ডিজঅনার মামলা দায়ের করেন। মামলা নম্বর সি.আর(৫৯৮/২১)। এর আগে গত ৩ মার্চ রাকিব উদ্দিন ৫২ লাখ টাকা ধার নেন শামীমার কাছ থেকে। আইনজীবী জুলফিকার আলী ভুট্টোর চেম্বারে টাকা পরিশোধের প্রতিশ্রুতিতে একটি চুক্তিও সম্পাদন করা হয়। গত ১৮ আগস্ট পাওনা টাকা পরিশোধের জন্য রাকিব সোনালি ব্যাংকের বান্দরবান শাখার ৫২ লাখ টাকার একটি চেক দেন। চেকটি ৩১ আগস্ট ডিজঅনার হলে গত ১৯ সেপ্টেম্বর শামীমা পাওনা টাকা দাবি করে আইনজীবীর মাধ্যমে আইনি নোটিশ দেন। এরপরও অভিযুক্ত ব্যক্তি টাকা পরিশোধ না করায় ৩১ অক্টোবর মামলা দায়ের করেন শামীমা। ওইদিনই আদালত আসামির বিরুদ্ধে সমন জারি করেন। কিন্তু রাকিব আদালতে হাজির না হওয়ায় বৃহস্পতিবার (৬ জানুয়ারি) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।