রুমায় পাইন্দু ইউনিয়নে মহিলা আ.লীগের কমিটি ঘোষণা

52

 

বান্দরবানে রুমা উপজেলার ১নং পাইন্দু ইউনিয়নে ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে মহিলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি বান্দরবান জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোহরা চৌধুরী। এতে নির্বাচিত মহিলা আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হলেন পিয়ান এং ময় বম ও সাধারণ সম্পাদিকা প্রুমেচিং মারমা। গত ১৪ জুন পাইন্দু ইউনিয়ন অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী ও পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি পাহাড়ের প্রতি বিশেষ আন্তরিক থাকায় গত কয়েক বছরে রুমা উপজেলার রাস্তা, সেতু নির্মাণ, স্কুল-কলেজেসহ শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ ও কমিউনিটি সেন্টার নির্মাণ করা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিস স্টেশনসহ আরও অনেক উন্নয়ন কর্মকাÐ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। এদিকে সম্মেলনে ২নং সদর ইউনিয়নে ২নং ওয়ার্ডে মহিলা মেম্বার রূপনা বড়ুয়া সংঞ্চালনায় এতে প্রধান বক্তা উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদে সদস্য ও বান্দরবান মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদিকা তিং তিং ম্যা মারমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা, পাইন্দু ইউনিয়নে চেয়ারম্যান উহ্লামং মারমা, বান্দরবান জেলার মহিলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক সানজিদা আক্তার ও আবু সিদ্দিক প্রমুখ। সম্মেলনে শেষে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে বান্দরবান জেলা পরিষদে সদস্য তিং তিং ম্যা মারমা বলেন, এ নতুন কমিটিতে ৫১ জন সদস্য যাচায় বাছাই করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে জমা দিতে হবে। আর এ নির্বাচিত সদস্যদের নিয়ে সামনে নির্বাচনে কাজ করার সুযোগ দেয়া হবে।