রুমায় জনশুমারী শীর্ষক অবহিতকরণ সভা

7

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে রুমা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান বিভাগ যৌথ উদ্যোগে জনশুমারী ও গৃহগণনা পরিচালনা বিষয়ক শীর্ষক অবহিতকরণ সভা গত ২৩ মে অনুষ্ঠিত হয়েছে। রুমা উপজেলা প্রশাসনের সভা কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাল্টিমিডিয়া প্রজেক্টর মাধ্যমে বিস্তারিত উপস্থাপনা করেন বান্দরবান জেলার পরিসংখ্যান বিভাগের উপ-পরিচালক মো. শাহাজাহান। তিনি বলেন, প্রতি ১০বছর বছর অন্তর জনশুমারী ও গৃহগণনা করা হয়ে থাকে। কিন্তু কোভিড-১৯ কারণে যথা সময়ে কার্যক্রমটি পরিচালনা করা সম্ভব হয়নি। যার ফলে এখন সরকার নতুন ভাবে উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন জনশুমারী ও গৃহগণনা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, সেটি আমার আপনার সবার কাছে অবগত হওয়ার অনেক গুরুত্ব বেশি। তিনি আরও বললেন, বাংলাদেশের এবারে প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনশুমারী ও গৃহগণনা করা হবে। একাজে জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতা জন্য আহবান জানিয়েছেন উপপরিচালক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন শিবলী তার সমাপনী বক্তব্যে বলেন, যথাসময়ে কার্যক্রম শুরু করা হবে। যারা এই কাজে দায়িত্ব পেয়েছেন কাজটি যেন নির্ভুল ও সঠিক ভাবে দায়িত্ব পালন করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান করেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, প্রাথমিক শিক্ষা বিভাগের ইনষ্টাক্টর মোঃ কাউসার উল ইসলাম, প্রাণী সম্পদ বিভাগের উক্যচিং মার্মা, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ত্রিদীপ চাকমা,রুমা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সামাদ ও রেমাক্রীপ্রাংসা ইউপি চেয়ারম্যান জিরা বমসহ উপজেলার সরকারি বেসরকারি সকল বিভাগের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিগণ স্বতস্ফূর্ত অংশগ্রহণ করেন। আগামি ১৫-২০জুন সারা দেশের ন্যায় রুমা উপজেলার চারটি ইউনিয়নের জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে।