রুবেলের পাশে দাঁড়াচ্ছে বিসিবি

40

ব্রেন টিউমারে আক্রান্ত ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের পাশে দাঁড়াবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বাঁহাতি এই স্পিনার।
কিছুদিন আগেই তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে। এরপর বায়োপসি রিপোর্ট থেকে জানা যায়, ক্যান্সার হওয়ার ঝুঁকি নেই তার। যদিও কেমোথেরাপি ও রেডিওথেরাপি চালিয়ে যেতে হবে তাকে। বাকি থাকা ছয়টি কেমোথেরাপির জন্য ৫০ লাখ টাকা প্রয়োজন রুবেলের। যে কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফ্ল্যাট বিক্রি করার ঘোষণা দিয়েছেন ঘরোয়া ক্রিকেটের নিয়মিত এই পারফরমার।
জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে খেলা এই ক্রিকেটারের দুঃসময়ে বিসিবি পাশে দাঁড়াবে জানিয়ে নিজামউদ্দিন বলেছেন, ‘বিসিবি ক্রীড়া ক্ষেত্রে সবার সঙ্গেই থাকার চেষ্টা করে। শুধু খেলোয়াড় না সংগঠক, যারা বিভিন্ন সময় এই খেলায় অবদান রেখেছেন চেষ্টা করছি তাদের সঙ্গে সবসময় থাকার। আছি এবং ভবিষ্যতেও থাকবো।’