রুবাইয়াত ভেজিটেবল অয়েলের এমডি গ্রেপ্তার

32

চেক প্রতারণার দুইটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক থাকা রুবাইয়াত ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হারুনুর রশিদকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার রাতেই তাকে চট্টগ্রামে নিয়ে আসা হয় বলে জানান ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো. জহির হোসেন।
হারুনুর রশিদ পটিয়া উপজেলার আশিয়া এলাকার নুর মোহাম্মদের ছেলে। তিনি রুবাইয়াত ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। ডবলমুরিং থানাধীন আগ্রবাদ এলাকার ফারুক চেম্বারে প্রতিষ্ঠানটির অফিস ছিল। খবর বাংলানিউজের
মো. জহির হোসেন জানান, ‘২০১৪ সালে দায়ের হওয়া চেক প্রতারণার দুইটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন হারুনুর রশিদ। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়’।
আদালত হারুনুর রশিদকে একটি মামলায় এক বছর কারাদন্ড ও ৫ কোটি টাকা জরিমানা এবং অপর একটি মামলায় এক বছর কারাদন্ড ও ৪ কোটি ৪৩ লাখ টাকা জরিমানা করেছিলেন বলে তথ্য দেন পরিদর্শক মো. জহির হোসেন।