রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘের সমন্বয় সভা

8

রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘ-বাংলাদেশের সমন্বয় সভা গত ২৮ অক্টোবর নগরীর কদম মোবারক কেওয়াইএমসি স্কুল হলরুমে সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি পÐিত অরুণ বিকাশ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মিলন চন্দ্র দেবনাথ, উদ্বোধক ছিলেন প্রফেসর রূপেশ চৌধুরী, প্রধান বক্তা শিক্ষক দুলাল কান্তি নাথ, বিসিক’র সাবেক বিভাগীয় প্রধান বাবুল কান্তি নাথ। সাংগঠনিক সম্পদাক পিংকু কুমার নাথের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি নাথ, দক্ষিণ জেলার সভাপতি পÐিত রুপন কান্তি নাথ, উত্তর জেলার সভাপতি পÐিত বোটন কান্তি নাথসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন শিমুল কুমার নাথ, মীননাথ নাথ, শিবু দেব নাথ, অজিত দেব নাথ, প্রিয়তোষ দেবনাথ, প্রণব কুমার নাথ, রতন কুমার নাথ, কাজল নাথ, সাধন দেব নাথ, সুমন দেব নাথ, বিজয় কৃষ্ণ নাথ, রাজন দেব নাথ, জুয়েল মজুমদার, শ্রীমৎ মহাব্রতানন্দ, ব্রহ্মচারী, জীবন হরি নাথ, বাবুল কান্তি নাথ, সুনীল কান্তি নাথ, শিবানন্দ অবধুত, দুলাল দেবনাথ ও বাদল দেবনাথ।
সভায় আলোচ্যসূচি নিয়ে আলোচনায় চট্টগ্রাম মহানগর কমিটি গঠনকল্পে উপস্থিত সভার মতামতের ভিত্তিতে বিসিক’র সাবেক বিভাগীয় প্রধান বাবুল কান্তি নাথ সভাপতি, রতন কান্তি নাথকে সাধারণ সম্পাদক ও শিবুদেব নাথকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সম্প্রসারণকল্পে আগের কমিটি ভেঙ্গে নতুন কমিটির প্রস্তাব করা হয়। বিজ্ঞপ্তি