রুদ্ধশ্বাস জয়ে সোনা জিতলেন সালমারা

12

পুঁজি ছিল অল্প। তবে বোলাররা মেলে ধরলেন নিজেদের। রোমাঞ্চকর ফাইনালে ম্যাচ গড়াল শেষ বলে। শ্রীলঙ্কাকে ২ রানে হারিয়ে এসএ গেমস মেয়েদের ক্রিকেটে সোনা জিতল বাংলাদেশ।
পোখরায় গতকাল আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ৯১ রান করেছিল বাংলাদেশ। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৮৯ রানে থামে শ্রীলঙ্কা।
জয়ের জন্য শেষ ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ৭ রান। দেশসেরা পেসার জাহানারা আলম খরচ করেন মাত্র ৪ রান। চার ওভারে ৯ রান দিয়ে ২ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার নাহিদা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একটি করে উইকেট নেন জাহানারা, সালমা ও খাদিজা।
এই শ্রীলঙ্কাকে হারিয়েই আসর শুরু করেছিল বাংলাদেশ। একমাত্র অপরাজিত দল হিসেবে ফাইনালে উঠেছিল সালমা খাতুনের দল। ফাইনালে শ্রীলঙ্কাকে আবার হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সোনার পদক নিজেদের করে নিল বাংলাদেশের মেয়েরা।