রুটের ডাবল সেঞ্চুরির আক্ষেপ এম্বুলদেনিয়ার ক্যারিয়ার সেরা বোলিং

8

আর মাত্র ১৪ রান করলেই দারুণ এক কীর্তি গড়তে পারতেন জো রুট। তবে রান আউটের বেড়াজালে পড়ে তা আর হলো না। করতে পারলেন না টানা দুই টেস্টে ডাবল সেঞ্চুরি। যদিও ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং বাকি রয়েছে। কিন্তু তৃতীয় দিন শেষ হওয়ায় সেই আশা প্রায় শেষ বললেই চলে। অন্যদিকে শ্রীলঙ্কান স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া ৭ উইকেট নিয়ে করেছেন ক্যারিয়ার সেরা বোলিং।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার প্রথম ইনিংসের করা ৩৮১ রানের জবাবে অধিনায়ক জো রুটের অন্যবদ্য ব্যাটিংয়ে ৯ উইকেট হারিয়ে ৩৩৯ রান করেছে সফরকারীরা। তবে এখনও তারা ৪২ রানে পিছিয়ে আছে। রুট তুলে নেন নিজের টেস্ট ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি। রুট-বেয়ারস্টো (২৮) জুটি থেকে আসে ১১১ রান।