রিয়াল মাদ্রিদে করোনার হানা

18

লা লিগা শিরোপা উৎসব শেষে ছুটি পেয়েছিলেন রিয়াল মাদ্রিদ খেলোয়াড়রা। পরিবারের সঙ্গে সময় কাটাতে পেরেছেন বেশ কয়েকদিন। এই সময়েই ঘটেছে বিপত্তি! দলের যোগ দেওয়া আগমুহূর্তে করোনাভাইরাস হানা মেরেছে স্প্যানিশ চ্যাম্পিয়নদের ঘরে। প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন দলটির স্ট্রাইকার মারিয়ানো। গতকাল (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে রিয়ালের চ্যাম্পিয়নস লিগ প্রস্তুতি। তার আগে হওয়া করোনা পরীক্ষায় ‘পজিটিভ’ এসেছেন মারিয়ানো। এখন তিনি বাড়িতেই থাকবেন এবং কোয়ারেন্টিনের নিয়ম-কানুন মেনে চলবেন।
করোনা হানা দেওয়া রিয়ালের সামনে কঠিন পরীক্ষা। চ্যাম্পিয়নস লিগে টিকে থাকার লড়াইয়ে তাদের সামনে ম্যানচেস্টার সিটি। শেষ ষোলোতে ঘরের মাঠের প্রথম লেগ ২-১ গোলে হারায় ইতিহাদে জটিল সমীকরণের সামনে দিনকয়েক আগে লিগ শিরোপা উদযাপন করা ‘লস ব্লাঙ্কোস’।