রিলায়েন্স জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন টাইব্রেকে পানছড়ি অ্যাকাডেমিকে হারিয়ে সেমিতে হাটহাজারী স্পোর্টস ক্লাব

18

 

রিলায়েন্স শিপিং এন্ড লজিস্টিক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় উত্তর চট্টলার ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া প্রতিষ্ঠান জাগৃতির আয়োজনে রিলায়েন্স জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে হাটহাজারী স্পোর্টস ক্লাব। গতকাল হাটহাজারী পার্বতী স্কুল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় হাটহাজারী স্পোর্টস ক্লাব টাইব্রেকারে ৪-৩ গোলে শক্তিশালী পানছড়ি ফুটবল অ্যাকাডেমিকে পরাজিত করে। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য খেলায় কোন দলই গোল করতে পারেনি। এ ম্যাচে স্থানীয় দলটির পক্ষে দু’জন আফ্রিকান (ঘানা) ফুটবলার খেলেন। তবে সম্পূর্ণ স্থানীয় ফুটবলার নিয়ে খাগড়াছড়ির পানছড়ি ফুটবল অ্যাকাডেমি চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শন করলেও দুর্ভাগ্যের কাছে হার মানে। হাটহাজারী স্পোর্টস ক্লাবের গোলরক্ষক সালাউদ্দিন ম্যান অব দ্য ম্যাচ মনোনীত হয়।
এর আগে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। জাগৃতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমানের সঞ্চালনায় সংগঠনের সভাপতি লোকমান চৌধুরীর সভাপতিত্বে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম, উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ ইউনুছ গণি চৌধুরী, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলামসহ জাগৃতির সাবেক সভাপতি এডভোকেট জামাল উদ্দীন, মো. ওসমান চৌধুরী, আছলাম মোরশেদ, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আব্দুর শুক্কুর, জাগৃতির সাবেক সাধারণ সম্পাদক এসএম সাঈদুর রহমান, ছিপাতলী ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভু, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সোহেল রানা, মোহাম্মদ রাশেদ, মো. রফিকুল আলম, নাছিরুল আলম হেজাজী, মো. জসিম উদ্দিন, মোহাম্মদ রায়হান, এরফানুল হক বাদল, মোহাম্মদ সাহেল, সাইফুল ইসলাম শাহীন প্রমুখ।
প্রধান অতিথি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি শুরু থেকে শেষ পর্যন্ত খেলা উপভোগ করে সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন।
টুর্নামেন্টের পরের ম্যাচ : শায়েস্থা খাঁ পাড়া উজ্জীবন বনাম পটিয়া ব্রাদার্স ইউনিয়ন (১৬ জুন), চট্টগ্রাম ফুটবল অ্যাকাডেমি বনাম মির্জাপুর ওবাইদুল্লাহ নগর ফুটবল অ্যাকাডেমি (১৭ জুন) এবং ছিপাতলী ইউনিয়ন ফুটবল একাদশ বনাম কাটিরহাট ক্রীড়াচক্র (১৮ জুন)