রিডার্স স্কুল এন্ড কলেজে শিক্ষক দিবস উদযাপন

84

শিক্ষকের মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি পেশার উৎকর্ষতা জরুরী, তবেই সুশিক্ষা নিশ্চিত হবে, জাতীর শিক্ষা ও সামাজিক মর্যাদার জন্য শিক্ষক সমাজকে ভূমিকা রাখতে হবে। রিডার্স স্কুল এন্ড কলেজ আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. চৌধুরী মুনিরুল হাসান একথা বলেন। পরিচালনা পরিষদের চেয়ারম্যান মঈনুদ্দীন কাদের লাভলুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বন্দর কলেজের অধ্যক্ষ প্রফেসর এএইচ চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রামের বিভাগীয় গভর্নর লায়ন সেতারা গাফ্ফার, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমেদ, অধ্যক্ষ মোস্তফা রেজাউল মুনির, লায়ন শফিকুর রহমান চৌধুরী, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, ব্যাংকার আসিফুল হক চৌধুরী, অধ্যক্ষ শামসুল আলম, সাংবাদিক সাইদুল ইসলাম, হাবিবুল মোস্তফা, কাজী সাইফুল আজম, দেলোয়ার হোসেন, জাবের উদ্দীন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি