রিডার্স ইংলিশ স্কুলে পুরস্কার বিতরণী

3

 

নগরীর ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান রিডার্স ইংলিশ স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ গত ৩ নভেম্বর চান্দগাঁওস্থ বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এ এইচ চৌধুরী পরিচালনা পর্ষদের সভাপতি মঈনুদ্দীন কাদের লাভলুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন দেশ টিভির চট্টগ্রাম বিভাগীয় প্রধান আলমগীর সবুজ। বিশেষ অতিথি ছিলেন চবি’র প্রাণরসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. চৌধুরী মুনিরুল হাসান, লায়ন মো. শফিকুর রহমান চৌধুরী, সোহেল ইয়াসিন, মোস্তফা রেজাউল মুনির। অধ্যক্ষ ফিরোজা বেগমের সঞ্চালনায় শিক্ষকবৃন্দের মধ্যে ছিলেন সেলিনা আক্তার, আকলিমা হাশেম, ইফসানুল ইসলাম, আনিশা দাশ, সুস্মিতা মুহুরী, প্রিয়াংকা বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ড অপরিহার্য বিষয় ও মননশীল জগতের প্রস্ফূটন ও সুস্থ জীবনের জন্য সংস্কৃতি চর্চা অপরিহার্য শিক্ষার্থীদের সুস্থ সমাজ বিনির্মানে কাজ করতে সাংস্কৃতিক কর্মকান্ড ও খেলাধুলার সাথে সম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন তারা প্রতিষ্ঠানের এ ধরণের কার্যক্রমের প্রশংসা করেন। বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে আমন্ত্রিত অতিথিরা পুরস্কার বিতরণ করেন অভিভাবক প্রতিনিধিদের পক্ষ থেকে এ ধরণের মনমুগ্ধকর আয়োজনের জন্য ধন্যবাদ জানান।