রিজার্ভ বেঞ্চ শক্তিশালী করতে সাকিব চান রোটেশন পদ্ধতি

31

ইংল্যান্ডে বিশ্বকাপে চরম ব্যর্থতার পর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে হোয়াইওয়াশ হয়েছে বাংলাদেশ। দলের এই ব্যর্থতা নিয়ে চিন্তিত সবাই।
কোন পথে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বিষয়টি নিয়ে কথা বলতে বাধ্য হলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের ক্রিকেটের উন্নতি এবং রিজার্ভ বেঞ্চ শক্তিশালী করতে রোটেশন পদ্ধতির কথা বললেন বিশ্বসেরা অলরাউন্ডার।
এ ব্যাপারে সাকিব বলেন, ‘একজন খেলোয়াড় সবসময় খেলতে পারবে না, তাঁরও বিশ্রাম প্রয়োজন। তখন দুই পক্ষ থেকেই দায়িত্ব নিতে হবে। যখন কোনো খেলোয়াড় বলবে আমার বিরতি নেওয়া উচিত বা কোচিং স্টাফ থেকে বলছে, তোমার ছুটি নেওয়া উচিত। তখন এ ব্যাপারে সিদ্ধান্ত নিতেই হবে।’
‘বিশ্রাম-নীতি’ সম্পর্কে সাকিব আরো বলেন, ‘গেল বছর কম চোটে পড়েছে ভারতের খেলোয়াড়রা। এর বড় কারণ হলো, তারা ঘুরিয়ে-ফিরিয়ে তাদের খেলোয়াড়দের খেলিয়েছে। এতে যা হয়েছে, তাদের অনেক খেলোয়াড় তৈরি হয়েছে। অনেকে খেলোয়াড় পরিচিতি পেয়েছে।’
রোটেশন পদ্ধতির কারণে ভারতের খেলোয়াড়রা ফুরফুরে মেজাজে খেলতে পারছে বলে মনে করেন বিশ্বসেরা অলরাউন্ডার।