রিকশাচালকদের মাঝে রেইনকোট বিতরণ

0

 

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, এ বর্যা মৌসুমে রিকশাচালক ভাইয়েরা বৃষ্টিতে ভিজে কষ্ট পাচ্ছে। একজন চালকের জন্য রেইনকোট অত্যন্ত প্রয়োজনীয় জিনিস হলেও তাদের সীমিত আয়ের দিয়ে তা কেনা সম্ভব হয় না। চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রলীগ নেতা কর্মীরা রিকশাচালকদেরকে রেইনকোট বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে। এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। রেইনকোট পেয়ে তারা নিজেদেরকে বৃষ্টি থেকে রক্ষা করতে পারবে।
১৬ জুলাই দুপুরে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) কার্যালয় চত্বরে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের উদ্যোগে ১০০ জন অসহায় রিকশাচালকের মাঝে রেইনকোট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি নিজের হাতে রিকশাচালকদের মাঝে রেইনকোটগুলো তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন বায়েজিদ থানা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি আবদুল নবী লেদু, যুবলীগ নেতা মোশারফ হোসেন, নগর ছাত্রলীগের সদস্য নুরুল হক মনির, নগর ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাত বাপ্পী, মহিউল আলম, শাহাদাত হোসেন শুভ, আবরার শাহরিয়ার, পলিটেকনিক ছাত্র সংসদের ভিপি কাম্বার হোসেন রকি, জি.এস শাহাদাত হোসেন ওমর, ছাত্রলীগের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক শওকত ওসমানসহ চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রলীগ ও ছাত্র সংসদের নেতা-কর্মীরা। বিজ্ঞপ্তি