রাহুলের কেন্দ্রে প্রার্থী কি প্রিয়াঙ্কা?

25

অমল সরকার, ভারত থেকে

রাহুল গান্ধীর এমপি পদ খারিজ হয়ে যাওয়ায় ভারতের জাতীয় নির্বাচন কমিশন আগামি ছয়মাসের মধ্যে যে কোনো দিন ওয়ানাডের উপনির্বাচনের দিন ঘোষণা করতে পারে। দক্ষিণ ভারতের কেরলের ওয়ানাডের সাংসদ ছিলেন রাহুল গান্ধী। সেই লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রাক্তন সাংসদ রাহুল প্রার্থী হতে পারবেন কি না, তা নিয়ে ঘোর অনিশ্চিয়তা আছে। কারণ, উপনির্বাচনের দিন ঘোষণার আগে উচ্চ আদালত থেকে রাহুলের কারাবাসের রায় বদলে দু’বছরের কম করাতে হবে। তারপর সেই সাজার উপর জামিন পেতে হবে তাঁকে। এই আইনি প্রক্রিয়া খুব সহজে হবে বলে মনে করছে না কংগ্রেস নেতৃত্ব।
এই পরিস্থিতিতে প্রিয়াঙ্কা গান্ধীকে ওয়ানাডের উপনির্বাচনে প্রার্থী করতে পারে কংগ্রেস। তাছাড়া, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কাকে সংসদে পাঠানোর দাবিও দলে বহু পুরনো। দলের একাংশ মনে করছে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাহুলের বলা কথাগুলো সংসদে দাঁড়িয়ে এরপর বোন প্রিয়াঙ্কাই বলুন। যদিও আগস্ট মাসের মধ্যে উপনির্বাচন হলে সংসদে মাত্র দুটি অধিবেশনে নতুন সাংসদ অংশ নিতে পারবেন।এদিকে, রবিবার রাহুল গান্ধী তাঁর টুইটার বায়ো বদলে নিয়েছেন। সেখানে নিজের পরিচয়ের জায়গায় লিখেছেন ‘ডিস’কোয়ালিফায়েড এমপি’ অর্থাৎ বরখাস্ত সাংসদ। রাজনৈতিক মহল মনে করছে সাংসদ পদ খারিজের সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে ব্যবহারের উদ্দেশেই প্রতিবাদ-কৌশল হিসাবে ‘ডিস’কোয়ালিফায়েড এমপি’ কথাটি ব্যবহার করেছেন রাহুল।
রাহুলের সাংসদ পদ খারিজের প্রতিবাদে রবিবার দিল্লিতে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে সংকল্প সত্যাগ্রহের আয়োজন করেছিল কংগ্রেস। সেখানে মুখ্য বক্তা ছিলেন বোন প্রিয়ঙ্কাই। লক্ষণীয় ভাষণে রীতিমতো জঙ্গি মেজাজে দাদার সাংসদ পদ খারিজের সিদ্ধান্তকে গান্ধী পরিবারের উপর আক্রমণ হিসাবে তুলে ধরেন তিনি। বলেন, ‘একজন শহিদের (প্রয়াত রাজীব গান্ধী) পুত্রকে বিজেপি মিরজাফর বলছে, আমাদের পরিবারকে নিশানা করে পরিবারবাদের কথা বলছে। দেশ জানে গান্ধী পরিবার দেশের গণতন্ত্র, অখন্ডতা রক্ষার জন্য রক্ত দিয়েছে’।
তিনি বলেন, ‘আমরা আর কত সহ্য করব! দিনের পর দিন আমাদের পরিবারকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে’।
গত শুক্রবার রাহুলের সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার পর কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বৈঠকের পর প্রিয়াঙ্কাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, ‘আইন-আইনের পথে চলবে। দল রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলা করবে’।
কংগ্রেস সূত্রের খবর, ওয়ানাডের উপ-নির্বাচনে প্রিয়াঙ্কাকে প্রার্থী করার ভাবনার কারণ, গুজরাতের সুরাতের আদালত রাহুলকে দু-বছরের কারাদÐ দেওয়ার পর উচ্চ আদালতে যাওয়া নিয়ে কংগ্রেস নেতৃত্বের কথা হয়। কিন্তু অভিষেক মনু সিঙ্ঘভির মতো আইনজীবী নেতা ও সাংসদেরা দলকে নিশ্চয়তা দেননি।
দলীয় সূত্রের খবর, আদালত রাহুলের সাজা বহাল রাখলে রাজনীতির ময়দানে নরেন্দ্র মোদী ও বিজেপির লাভ হবে বুঝে কংগ্রেস তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়নি। বিজেপি তাই প্রচার করছে, রাহুল গান্ধী শহিদের মর্যাদা পেতেই আদালতে যাননি। তাই আইন মেনে লোকসভার স্পিকারের তাঁর সদস্য পদ খারিজ করা ছাড়া উপায় ছিল না। বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন, রাহুলের সাংসদ পদ খারিজের সঙ্গে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের কোনো যোগ নেই।