রাস্তায় ধুলোবালি প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হোক

64

চট্টগ্রাম নগরসহ দক্ষিণ ও উত্তর চট্টগ্রামের মহাসড়কগুলোতে ধুলোবালির পরিমাণ এতই বেড়েছে, যেটাকে ধুলোর রাজত্ব বলা যায়। আমাদের সবারই জানা বাতাসে প্রতি ঘনমিটারে ২.৫ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ যেখানে ১০০ পিপিএম পার হলেই বিপজ্জনক মাত্রা ধরা হয়, সেখানে চলতি মৌসুমে প্রায় প্রতিদিনই চট্টগ্রামের বাতাসে এই পরিমাণ ৩৫০০ পিপিএমেরও বেশি। সড়কসহ বিভিন্ন অপরিকল্পিত উন্নয়ন ও সড়ক কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণেই রাস্তাজুড়ে ধুলোর পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়েছে। যার কারণে প্রতিদিনই ধুলোর দুর্ভোগে পড়ছে অসংখ্য শিক্ষার্থী, চাকরিজীবী, চালক ও পথচারীরা। সাথে ফুসফুস সংক্রামক, শ্বাসকষ্ট, সর্দিকাশি ও চোখের সংক্রমণও বাড়ছে। কাজেই রাস্তায় ধুলোবালির অস্বাভাবিক পরিমাণ নিয়ন্ত্রণ করতে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিতে হবে, এ ঝুঁকিপূর্ণ দুর্ভোগ থেকে মানুষকে বাঁচাতে হবে।
এম. নাজমুল হক চৌধুরী
শিক্ষাথী, নর্থ সাউথ ইউনিভার্সিটি