রাসেল ছিল ঘুমে

12

প্রদীপ ভট্টাচার্য্য

ঘড়ির কাঁটা শেষ রাইতে
রাসেল ছিল ঘুমে
পোশাকধারী মুখোশ পড়ে
ঢুকলো বাড়ির রুমে।

১৫ আগস্ট, প্রধান গেইটে
দশ বছরের শিশু
গুলির শব্দে ঘুম ভেঙে যায়
পায়না খুঁজে কিছু।

রাসেল দৌড়ে আসলো নিচে
আবদুর রমার কাছে
খুঁজতে থাকে এদিক ওদিক
মা যে কোথায় আছে!

ঝাঁপটে ধরে ধমক দিল
কুলাঙ্গারের দল
ভয় করিস না ওরে রাসেল
মায়ের কাছে চল।

ছোট্ট রাসেল শেষ আকুতি
টলেনি তার মন
মৌহিতুল আর দাঁড়িয়ে রমা
কত যে আপনজন!

তোমরা আমায় মারবে না তো?
উত্তর এলো না
মায়ের কাছে নিয়ে চলো
রাসেল ধরে বায়না।

শক্ত করে ধরলো কষে
মৌহিতুলের হাত
কেড়ে নিয়ে উপরে গেলো
তখন যে শেষ রাত।

পেছন থেকে মারলো বুলেট
রাসেল ডাকে মা
ইতিহাসের পাতায় লেখা
নিষ্ঠুরতার ঘা।