রাসূল (স.) এর আদর্শে জীবন গঠন করতে হবে আগ্রাবাদ ঈদে মিলাদুন্নবী মাহফিল

4

আগ্রাবাদ পানওয়ালা পাড়া বড় মসজিদের মোতোয়াল্লী কবির আহমদের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী মাহফিল গতকাল বাদে মাগরিব থেকে বড় মসজিদে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বায়তুশ শরফের পীর আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ নিজামউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন নেছারিয়া কামিল মাদরাসার আরবী প্রভাষক ও মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন নকশাবন্দী।
পানওয়ালা পাড়া বড় মসজিদের পেশ ইমাম মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে ও মোতোয়াল্লী হাজী কবির আহমদের তত্ত¡াবধানে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি শায়খ আবদুল হাই নদভী বলেন, মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুলে করীম (স.) এর আদর্শে ঢেলে সাজাতে হবে। সকল প্রকার মত পার্থক্য ভুলে বিশে^র মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে রাসুলে করীম (স.) এর আদর্শ প্রচার-প্রসার ও সেই আলোকে জীবন গঠনের উদ্ধুদ্ধ করে ইসলামের সঠিক পথে মানবজাতিকে আহŸান করাই আমাদের মূল লক্ষ্য। রাসুলের অনুসরণ ও অনুকরণে জীবনের প্রতিটি মুহুর্ত পরিচালনা করতে পারলে পুরো জীবনই ইবাদতে পরিণত হবে। প্রধান বক্তা প্রফেসর ড. মুহাম্মদ নিজাম উদ্দিন বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে হালালকে অর্জন এবং হারামকে বর্জন করতে হবে। রাসুলে করীম (স.) এর সুন্নাতকে পরিপূর্ণভাবে পালন করতে হবে।
রাউজান উত্তরসর্তা সমিতি
রাউজান উত্তর সর্তা সমিতি (রাউস)’র উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) সমিতির কার্যালয়ে ২৭ অক্টোবর সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি ডা. এম এ জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের সাবেক প্রধান অধ্যাপক নু ক ম আকবর হোসেন। স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাফ্ফর আলী চৌধুরী। মহানবী (সা.) এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন মাওলানা মুহাম্মদ একরাম উদ্দিন। মাস্টার মোহাম্মদ আলাউদ্দিনের পরিচালনায় মাহফিলে অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী এম এ ওয়াহাব, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম সিদ্দিকী, দৌলত আহমেদ, লায়ন মোহাম্মদ আলী, মাহাবুবুল আলম, এস এম এয়াকুব, মোহাম্মদ রফিক উদ্দিন, প্রফেসর মোহাম্মদ আলী, সালাউদ্দিন কায়সার লাভু, এ কে এম সরোয়ার উদ্দিন, এম এ মালেক, জাগরণী ক্লাবের সেক্রেটারী মোহাম্মদ নিজাম উদ্দিন, ইমপেরিয়াল হাসপাতালের এডমিন ম্যানেজার মো. সালাউদ্দিন আহমেদ বুলেট, দিদারুল আলম, ব্যবসায়ী হাবিবুর রহমান, ব্যবসায়ী আবদুল মন্নান প্রমুখ। মিলাদ মাহফিল শেষে করোনা থেকে মুক্তিসহ দেশের শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ ইকরাম উদ্দিন। বিজ্ঞপ্তি