রাষ্ট্রনেতাদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে মোদি

26

পূর্বদেশ ডেস্ক

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনেতাদের তালিকার শীর্ষে উঠে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৭১ শতাংশ সমর্থন নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের মতো নেতাদের পেছনে ফেলেছেন। যুক্তরাষ্ট্রের তথ্য গোয়েন্দা প্রতিষ্ঠান মর্নিং কনসাল্টের এক সমীক্ষায় এ দাবি করা হয়েছে।
মর্নিং কনসাল্ট রাজনৈতিক বুদ্ধিমত্তা, তথ্য বিশ্নেষণ এবং ভারত, ইতালি, জাপান, মেক্সিকো, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, দক্ষিণ কোরিয়া, স্পেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের সমর্থনের রেটিং করে থাকে। সম্প্রতি সাপ্তাহিক ভিত্তিতে ১৩টি দেশের ওপর যে প্রতিবেদন দেওয়া হয়েছে, তার মধ্যে ভারত রয়েছে শীর্ষে। খবর একটি অনলাইন বার্তা সংস্থার
৪৩ শতাংশ সমর্থন নিয়ে র‌্যাঙ্কিংয়ে যৌথভাবে ষষ্ঠ হয়েছেন বাইডেন ও ডো। মাত্র ৪১ শতাংশ সমর্থন রয়েছে মরিসনের।