রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার দুই লেখক

29

শিশুদের জন্য লেখা বইয়ে রাষ্ট্রদ্রোহ ছবি থাকার অভিযোগে চীনে গ্রেফতার হয়েছেন হংকং এর দুই লেখক। ইয়াংকুন নামক সিরিজের অধীনে প্রকাশিক হয়েছিল বইগুলো। শুক্রবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। বইগুলোর একটির প্রচ্ছদে থাকা ছবিতে দেখা যায়, একদল নেকড়ের হাত থেকে নিজেদের গ্রামকে রক্ষার চেষ্টা করছে ভেড়ার পাল। কর্তৃপক্ষের ব্যাখ্যা অনুযায়ী, হংকং এর বাসিন্দাদের নিরীহ ভেড়া এবং চীনা সরকারকে নেকড়ে হিসেবে দেখানো হয়েছে ছবিটিতে। কেউ কেউ বলছেন, হংকং এর শিশুদের গণতন্ত্র- পন্থী আন্দোলন জাগনোর প্রচেষ্টা করা হয়েছে বইগুলোর মাধ্যমে।