রাশিয়া গ্যাস সরবরাহ কমানোয় বিপাকে জার্মান শিল্পখাত

18

 

রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে এমন আশঙ্কার সঙ্গে সমন্বয় সাধনে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতিকে পরিচালনা করা জার্মান কোম্পানিগুলোকে এখন উৎপাদন কমানো ও বেশি দূষণের জন্য দায়ী জ্বালানিতে ফেরার মতো বেদনাদায়ক পথ বেছে নিতে হচ্ছে। অথচ কিছুদিন আগেও এ ধরনের পদক্ষেপ নেওয়ার বিষয়টি ছিল অচিন্ত্যনীয়। কিন্তু রাশিয়ার গ্যাস সরবরাহ কমে আসায় কারখানা সচল রাখতে ও অর্থনৈতিক ক্ষতি কমাতে জার্মানিজুড়ে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানকে এখন বিকল্পের খোঁজে প্রচেষ্টা ত্বরান্বিত করতে হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কোন কারখানার উৎপাদন আগে কমাতে হবে তা নিয়ে কাজ করতে হচ্ছে রাসায়নিক জায়ান্ট বিএএসএফকে; প্রতিদ্ব›দ্বী ল্যাংসেসও হয়তো কয়লাচালিত কিছু বিদ্যুৎকেন্দ্র বন্ধে দেরি করবে। কয়েকদিন আগে গ্যাজপ্রম রাশিয়া থেকে জার্মানিতে যাওয়া নর্ড স্ট্রিম ১ পাইপলাইন দিয়ে গ্যাসের প্রবাহ ৬০ শতাংশ কমিয়ে দেওয়ায় প্রোক্টর অ্যান্ড গ্যাম্বলের সরবরাহকারী খেলহাইম ফাইবার লাখ লাখ ডলার খরচ করে তাদের গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রটি তেলে চালানোর উপযুক্ত করার কথা ভাবছে।
৮৬ বছরের পুরনো বাভারিয়াভিত্তিক এ কোম্পানি জীবাণুমুক্তকরণ সামগ্রী ও পরিগ্রাবনে ব্যবহৃত হয় এমস রাসায়নিক তন্তু সরবরাহ করে আসছে। তাদের গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র তেলে চালানোর উপযুক্ত করতে অন্তত ২১ লাখ ডলার লাগবে; এজন্য রাজ্যের কাছে অর্থ সাহায্যও চেয়েছে তারা।