রাশিয়ার হামলায় ধ্বংস ভিটেমাটি প্রাইজ মানি দিয়ে হবে মেরামত

3

ইম্বলডনে কেউ এসেছেন শিরোপা জিততে, কারও এবারের মিশন হয়ত শুধুই অভিজ্ঞতা অর্জনের। তবে ইউক্রেনের আনহেলিনা কালিনিনার জন্য উপলক্ষটা কোন অর্জন বা অভিজ্ঞতার চেয়েও বেশি কিছুর, উইম্বলডনে তার অংশগ্রহণের মূলে রয়েছে প্রয়োজনের তাগিদ। উইম্বলডন থেকে জেতা অর্থ পুরস্কার দিয়েই যে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে শত্রæর হামলায় ক্ষতিগ্রস্ত নিজের পারিবারিক নিবাস সংস্কার করতে হবে তার। গত ফেব্রæয়ারি থেকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়ছে ইউক্রেন। রাশিয়ার লাগাতার বোমা হামলায় দেশটির অনেক মানুষ প্রাণ হারিয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর। ইউক্রেনের নোভা খ্রাকোভায় জন্ম নেওয়া কালিনিনার পৈত্রিক নিবাস রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই বাড়ি মেরামতের জন্য উইম্বলডনের প্রাইজ মানি তার খুব প্রয়োজন জানিয়ে এই টেনিস তারকা বলেন, ‘যদিও মনোযোগ ধরে রাখা কষ্টকর, তবুও আমার জন্য হারজিত ম্যাটার করে। আমি শুধু আমার পরিবারেরই সাহায্য করছি না, আমি অন্য অনেক পরিবারের পাশেও দাঁড়ানোর চেষ্টা করছি।’