রাশিয়ার স্কুলে বন্দুক হামলা শিশুসহ নিহত ১১

17

রাশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল তাতারস্তানের রাজধানী কাজানের একটি বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ৯ শিশুসহ ১১ জন নিহত হয়েছে। মঙ্গলবার মস্কো থেকে প্রায় ৮২০ কিলোমিটার দূরের ওই স্কুলটির অভ্যন্তরে দুই বন্দুকধারী গুলিবর্ষণ শুরু করে। এই ঘটনায় এক কিশোরকে আটক এবং দ্বিতীয় আরেকজন ভবনের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, কাজানের ওই স্কুলে নিরাপত্তা পুনর্বহাল করা হয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত এই হামলার উদ্দেশ্য জানা যায়নি। ১৭৫ নম্বর স্কুলে হামলার পর ভারি অস্ত্রসহ পুলিশ এবং জরুরি সেবার কর্মীদের সেখানে মোতায়েন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, গুলিবর্ষণ থেকে বাঁচতে শিশুরা জানালা দিয়ে লাফিয়ে পড়ছে আর আহতদের সরিয়ে নেওয়া হচ্ছে।