রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির সম্ভাবনা দেখছে না ইউক্রেন

5

রাশিয়া ও ইউক্রেনের নেতারা একটি ক‚টনৈতিক আলোচনার মাধ্যমে ৯ মাস দীর্ঘ যুদ্ধের অবসান করতে পারেন, কয়েক দিন ধরে এমন একটা জল্পনা ছড়াচ্ছে। যদিও উভয় সেনাবাহিনীর বর্তমান বিন্যাসের কারণে একটি যুদ্ধবিরতি এই সংঘাতকে সংক্ষিপ্ত করার বদলে আরও দীর্ঘায়িত করতে পারে। আর যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর পিছিয়ে পড়ার কারণে ইউক্রেন কোনোভাবে যুদ্ধবিরতিতে যেতে চায় না। কিয়েভ মনে করছে, এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি কার্যকর হলে রাশিয়ার সুবিধা হবে।
ইউক্রেনে দায়িত্ব পালন করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত জন হার্বস্ট বলেন, যুদ্ধক্ষেত্রে রাশিয়ার ব্যর্থতার কারণে কল্পিত যুদ্ধবিরতি পুতিনের জন্য একটি বস্তুনিষ্ঠ উপহার হবে। বর্তমান আটলান্টিক কাউন্সিলের ইউরেশিয়া সেন্টারের সিনিয়র ডিরেক্টরের দায়িত্বে থাকা জন হার্বস্ট বলেন, ইউক্রেন যেসব কারণে যুদ্ধবিরতির প্রস্তাবের বিরোধিতা করছে সেগুলোর মধ্যে নিশ্চিতভাবে একটি কারণ হলো, এর ফলে রাশিয়া নিজেদের সেনাদের পুনরায় সংগঠিত করার সুযোগ পাবে এবং নিজেদের সুবিধামতো সময়ে আবার সামরিক অভিযান শুরু করতে পারবে।