রাশিয়ার অস্ত্র ডিপো ধ্বংসের দাবি ইউক্রেনের

13

 

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা পূর্বাঞ্চলে রাশিয়ার একটি অস্ত্র ডিপো ধ্বংস করেছে। রবিবার তারা এই দাবির কথা জানিয়েছে। এমন সময় কিয়েভ এই দাবি করলো যখন পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় যোদ্ধাদের তুমুল লড়াই চলছে। মার্কিন সাময়িকী নিউজউইক এখবর জানিয়েছে।
ইউক্রেনের অপারেশনাল ট্যাক্টিক্যাল গ্রুপ ‘ইস্ট’ সোশাল মিডিয়ায় এক বিবৃতিতে জানায়, তাদের বাহিনী এক ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিক্যাল, এক আর্মড পারসোনেল ক্যারিয়ার, পাঁচটি আর্মড ফাইটিং ভেহিক্যাল, দুটি আর্টিলারি সিস্টেম, তিনটি ভারি আর্টিলারি ট্র্যাক্টর, একটি ফুয়েল ট্যাংকার ও তিনটি ড্রোন ধ্বংস করেছে।
বিবৃতিতে তারা আরও জানায়, ইউক্রেনীয় যোদ্ধারা আগ্রাসনকারীদের প্রতিরোধ অব্যাহত রেখেছে। গত ২৯ মে আমাদের আর্টিলারি রুশ ফ্যাসিবাদী সেনাদের সরঞ্জামে হামলা চালিয়েছে।