‘রাম নেপালি অযোধ্যাও নেপালে’

18

যার জন্মস্থান ঘিরে বছরের পর বিরোধ চলে আসছে, হিন্দু ধর্মের সেই ‘রাম’ ভারতের নন বরং নেপালেই তার জন্ম বলে দাবি করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তিনি বলেন, ‘আসল অযোধ্যা তো নেপালে অবস্থিত ছিল৷ ভারতে নয়৷ ভগবান রামও নেপালি, ভারতীয় নন৷’ সংবাদ সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন নেপালের প্রধানমন্ত্রী।
ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক এখন তলানিতে। সম্প্রতি সীমান্তের তিনটি এলাকাকে নিজেদের দেখি মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে নেপাল। তারপরই ভারতের সঙ্গে এ নিয়ে সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। সেই টানাপড়েনের মধ্যে সম্প্রতি নেপালের প্রধানমন্ত্রী দাবি করেন যে, তাকে পদ থেকে সরানোর জন্য ভারতে দফায় দফায় বৈঠক হচ্ছে। এর কয়েকদিন পর নেপালে ভারতের একটি টেলিভিশন চ্যানেল ছাড়া বাকি সব চ্যানেলের প্রচার বন্ধ করে দেয়া হয়। এমন অবস্থায় এবার ভগবান রাম ও অযোধ্যা নিয়ে মন্তব্য করলেন নেপালের প্রধানমন্ত্রী।