রামুতে বাংলাদেশ চ্যারিটেবল সংঘ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

4

 

কক্সবাজারের রামুতে বাংলাদেশ চ্যারিটেবল সংঘ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন হয়েছে। রামুর ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ মহাতীর্থের অধ্যক্ষ ভদ কে শ্রী জ্যোতিসেন থেরের ৩৯তম জন্মদিন উপলক্ষে এ হাসপাতালের ভিত্তিপ্রস্তর ও ইফতার আয়োজন করা হয়। গত ২০ এপ্রিল বাংলাদেশ চ্যারিটেবল সংঘ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ সাইমুম সরওয়ার কমল। এমপি কমল বলেন, কে শ্রী জ্যোতিসেন থের ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ মহাতীর্থের দায়িত্ব নেয়ার পর দিনে দিনে রাংকুটের চিত্র পাল্টে যাচ্ছে। তিনি মানবতাবাধি ও সম্প্রীতির মানুষ হিসেবে সর্বত্র প্রশংসীত একজন মানুষ। তার মেধা, ত্যাগ, সততা এবং উন্নয়নমুখি কর্মই প্রমাণিত হয় তিনি শুধু বৌদ্ধ সম্প্রদায়ের নয়, তিনি আধুনিক শিল্পমনের অসাম্প্রদায়িক চেতনার মানুষ। উন্নয়ন কর্মযজ্ঞের মাধ্যমে রাংকুট বনাশ্রমকে দেশের অন্যতম প্রতিষ্ঠান হিসেবে রূপান্তর করেছেন। উখিয়া বিশ্বজ্যোতি মিশন কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ভদন্ত কুশলায়ন মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন রাংকুট বনাশ্রম তীর্থস্থানের অধ্যক্ষ ও বাংলাদেশ চ্যারিটেবল সংঘ হাসপাতালের উদ্যোক্তা ভদন্তকে শ্রী জ্যোতিসেন থের। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা প্রসুন বড়ুয়া, রামু উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন মল্লিক, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, মোহাম্মদ হোসেন সানি সার্ভেয়ার, রাজারকুল ইউনিয়ন পরিষদের শাহাবুদ্দিন মেম্বার প্রমুখ। হাসপাতালের উদ্যোক্তাকে শ্রী জ্যোতিসন থের বলেন, ৫ তলা বিশিষ্ট বাংলাদেশ চ্যারিটেবল সংঘ হাসপাতাল নির্মাণে প্রাথমিক বাজেট ধরা হয়েছে ২০ কোটি টাকা। হাসপাতালটির ভিত্তিপ্রস্তরের মাধ্যমে আরো একটি স্বপ্ন পূরণের শুভ সূচনা হলো। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কামাল উদ্দিন, পবিত্র গীতা থেকে পাঠ করেন সুজন চক্রবর্তী এবং পবিত্র ত্রি-পিটক থেকে পাঠ করেন তাপসেন ভিক্ষু। বিজ্ঞপ্তি