রামুতে জাগো নারী উন্নয়ন সংস্থার সমাবেশ

23

রামু প্রতিনিধি

রামুতে জাগো নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে নারী সমাবেশ ২০২২ অনুষ্ঠিত হয়েছে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের কর্মসূচীর আওতায় সোমবার, ২৮ নভেম্বর রামুতে জাগো নারী উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে এ সমাবেশ আয়োজন করা হয়।
জাগো নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিউলী শর্মার সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- রামু সরকারি কলেজের অধ্যক্ষ মুজিবুল আলম, রামু উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নূরে আলম মজুমদার, রামু থানার উপ পরিদর্শক আবুল কাওসার, সাবেক এমউপি রাশেদা খানম, নারী নেত্রী আঁখি, ধর্মীয় নেতা মাওলানা মো. ইলিয়াছ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন- নারীদের বাদ দিয়ে দেশ ও সমাজে উন্নয়ন সম্ভব নয়। যথাযথ সুযোগ পেলে নারীরাও প্রতিটি ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করে। তাই নারীদের উচিত, নিজেকে কখনো নারী হিসেবে না ভেবে, মানুষ হিসেবে ভাবা। তবেই নারীদের অগ্রযাত্রা আরো তরান্বিত হবে।
এছাড়া সমাবেশে কক্সবাজার-রামুর বিভিন্ন স্তরের নারী নেত্রীগণ উপস্থিত ছিলেন। এতে উপস্থিত নারী নেত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সংস্থার কর্মকর্তাগণ জানিয়েছেন- নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জাগো নারী উন্নয়ন সংস্থা ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২২ পর্যন্ত বিভিন্ন কর্মসূচী পালন করবে।