রামপুর আকাশবৃত্তি মহোৎসবে গীতাপাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

90

সাতকানিয়া উপজেলার দক্ষিণ রামপুর বণিকপাড়ায় শ্রীমৎ স্বামী অচ্যুতানন্দ পুরী প্রতিষ্ঠিত ৪৪তম আকাশবৃত্তি বত্রিশপ্রহর মহোৎসব উপলক্ষে বাগীশিক সাতকানিয়া উপজেলা সংসদের আয়োজনে শ্রীমদ্ভবগবদগীতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল ১৭ ডিসেম্বর রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৌরহিত্য করেন তুলসীধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ দেবদীপ মিত্র চৌধুরী (পুরী)। মৃদুল কান্তি ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের পৃষ্ঠপোষক সজল বরণ সেন। উদ্বোধক ছিলেন সমাজসেবক রূপ কুমার নন্দী (খোকন)। আশীর্বাদক ছিলেন বাঙ্গালহালিয়া বেদান্ত ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ অভেদানন্দ ব্রহ্মচারী। প্রধান বক্তা ছিলেন বাগীশিক দক্ষিণ জেলা সংসদের সভাপতি অধ্যাপক শিপুল কুমার দে। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া পৌর মেয়র মো. জোবায়ের, বাগীশিক সাতকানিয়া উপজেলা সংসদের সভাপতি চন্দন দাশ, সমাজসেবক শিবু প্রসাদ ধর, রূপন মহাজন, সমাজসেবী শিপ্রা সেন। বাগীশিক সাতকানিয়া উপজেলা সংসদের সাধারণ সম্পাদক জুয়েল দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন জয়রাজ শীল, অ্যাড. উদয় শংকর ধর, চন্দন ধর, গৌতম শংকর ধর, রাখাল ধর, আশীষ দাশ, রাজীব দেব, টুন্টু ধর, ডা. প্রবীর চক্রবর্তী, ইমন দাশ সনি প্রমুখ। বিজ্ঞপ্তি