রামগড় হানাদারমুক্ত দিবস পালিত রামগড় প্রতিনিধি

13

রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৮ডিসেম্বর সকাল ১০টায় উপজেলা চত্বর হতে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রামগড় লেক পাড় বিজয় ভাস্কর্যের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় রামগড় হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। উপজেলা সহকারী শিক্ষা অফিসার উম্ম্রচিং চৌধুরীর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মিম্মে ইসরাতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, ওসি তারেক মো. আবদুল হান্নান, সহযোগী অধ্যাপক মংসাজাই মারমা, কৃষি অফিসার নাছির উদ্দিন, প্যানেল মেয়র ও সদস্যা-কণিকা বড়ূয়া। এতে বক্তব্য রাখেন- রামগড় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, জেলা ডেপুটি কমান্ডার মোস্তফা, মুক্তিযোদ্ধা মনসুর আহম্মদ ও আব্দুল মান্নান। বক্তারা বলেন, ১৯৭১ সালে যুদ্ধকালীন সময়ে গেরিলা কৌশল যুদ্ধ পরিচালনার জন্য গোটা বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়। তার মধ্যে ১নং সেক্টরের আওতাধীন বাংলাদেশের দক্ষিণ-পূবাঞ্চলে অবস্থিত পার্বত্য অঞ্চলে ৭১ এর মহান মুক্তিযুদ্ধের সেই অগ্নিঝরা দিনগুলোর সংগ্রামী ইতিহাস ছিল সত্যিই গৌরবময়। পরে ইউএনও উম্মে ইসরাত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে মুজিব বর্ষ-২০২০সালের ক্ষণ গণনার শুভ উদ্বোধন করেন।