রামগড়ে সর্পদংশন সচেতনতা দিবস পালিত

9

রামগড় প্রতিনিধি

আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে গুগুল মিড লিং এ সচেতনা মূলক এক আলোচনা সভা গত ১৯ সেপ্টেম্বর রামগড়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় রামগড় ১নং পৌর ওয়াডস্থ বৈষ্ণব পাড়া (বল্টুরামটিলা) মডেল কমিউনিটি ক্লিনিকে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি), কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে সিবিএইচসি’র ডিপিএম ডা. গীতা রানী দেবীর পরিচালনায় সভাপতিত্ব করেন সিবিএইচসি’র লাইন ডিরেক্টর ডা. কাজী হেফায়েত হোসেন। এতে প্রধান আলোচক ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এমএ ফয়েজ। এতে স্বাগত বক্তব্যে রাখেন সিবিএইসি’র এডি, পিএম, ডা. মো. জাহাঙ্গীর রশীদ। এতে বিশেষ অতিথি ছিলেন এনসিডিসি’র লাইন পরিচালক অধ্যাপক রোবেদ আমীন, সিবিএইচসি’র ডিপিএম ডা. নাসরিন আক্তার লিনা। এতে বৈষ্ণব পাড়া মডেল কমিউনিটি ক্লিনিকের পক্ষে অংশ গ্রহণ করেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. প্রতীক সেন, স্যানিটেশন কর্মকর্তা সুসাউ মার্মা, সিএইচসিপি শাহীনুর আক্তার, সিসির সিজি’র সভাপতি কাউন্সিলর দেলোয়ার হোসেন, সিজি’র আহবায়ক রতন বৈষ্ণব ত্রিপুরা বিকাশ প্রমুখ।