রামগড়ে ভারীবর্ষণে জনজীবন বিপর্যস্ত

22

রামগড়ে টানা ৫দিনের ভারী বর্ষণে উপজেলার ফেনীরকূল, আনন্দ পাড়া, গর্জনতলী, মহামনি, সোনাইপুল, কালাডেবা, মাষ্টার পাড়া, লাচাড়ী পাড়া, কাঁশীবাড়ীসহ ১ও ২ নং ইউপির বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এদিকে ফেনী নদীর পানি এখন বিপদ সীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে। তলিয়ে গেছে নবর্নিমাধীন বাংলাদেশ ভারত মৈত্রী সেুু ১ এর ব্রিজের পিলারসহ মালামাল আনানেয়ার জন্য অস্থায়ী ভিত্তিতে তৈরি ব্রিজটি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াদ হোসেন এ প্রতিনিধিকে জানান- দুর্যোগ মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা হাতে নেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত এ প্রতিনিধিকে জানান- ইতিমধ্যে দুর্যোগ মোকাবেলার লক্ষে সার্বক্ষণিক তথ্য আদান প্রদানের জন্য অফিস কার্যালয়ে ১(এক)টি নিয়ন্ত্রণ কক্ষ ও ৯(নয়)টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসাবে খোলা হয়েছে।