রামগড়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

6

রামগড় প্রতিনিধি

‘জলাতংক মৃত্যু আর নয়, সবার সঙ্গে সমন্বয়’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রামগড়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জলাতংক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ও জুনিয়র কনসালটেন্ট এনেসথেসিয়া ডা. সুদীপ রক্ষিতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরহাদ কামাল, মেডিকেল অফিসার ডা. নরেন চৌধুরী, ডা. সাদ্দাম হোসেন, ডা. তাপস চৌধুরী, ডা. ইসরাত মারজানা, ডা. নুজহাত পারভিন, মো. ফরহাদ খাঁন, স্টাফ সিনিয়র নার্স সুমনা চাকমা, মুন্না দত্ত, চঞুমনি চাকমা, মহিলা স্বাস্থ্য পরিদর্শক লীলা বাই, রাজীব দত্ত প্রমুখ। সভায় বক্তারা বলেন, জলাতঙ্ক একটি মরণব্যাধি, যা প্রাণি থেকে মানুষে ও প্রাণিতে সংক্রমিত হতে পারে। কুকুর, বিড়াল, বানর, বেজী ও শিয়ালের কামড় বা আঁচড়ে এ রোগ সংক্রমিত হয়।