রামগড়ে বিজিবির উপহার বিতরণ

3

রামগড় প্রতিনিধি

পার্বত্যাঞ্চলের সীমান্ত সুরক্ষা, মাদক চোরাচালান প্রতিরোধসহ সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করে এ অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে ‘স¤প্রীতি ও উন্নয়ন কর্মসূচির’ আওতায় কাজ করে যাচ্ছে মন্তব্য করে রামগড় বিজিবি জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসসি বলেন, পার্বত্য চট্টগ্রামে সকল অপপ্রচার ভেদ করে নিরাপত্তাবাহিনী ও সীমান্তবাসীর মধ্যকার দীর্ঘদিনের সুসম্পর্ক এবং সম্প্রীতি রক্ষায় কাজ করে যাচ্ছে বিজিবি।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় ৪৩ বিজিবি’র মাঠে রামগড় বিজিবি জোন আওতাধীন সীমান্তবর্তী বিভিন্ন গ্রামের গরীব, অসহায় ও দুস্থ পাহাড়ি-বাঙালিদের মাঝে উপহারসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন স্টাফ অফিসার সহকারী পরিচালক রাজু আহম্মেদ, ৪৩ বিজিবির জোন জেসিও জাহানসহ পদস্থ কর্মকর্তা, সৈনিক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।