রামগড়ে পাহাড় কাটায় অর্ধলাখ টাকা জরিমানা

14

রামগড় প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড় পৌরসভার ৫নং ওয়ার্ডের বৈদ্যটিলা এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মোহাম্মদ আবুল কালামকে (২৫) ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার বিকাল সাড়ে ৪ টার সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন এ জরিমানা করেন। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন জানান, পরিবেশ বিধ্বংসী পাহাড় কাটা আইনত দন্ডনীয় অপরাধ। উপজেলার সর্বত্র অবৈধভাবে পাহাড় কাটা, কৃষি জমির টপসয়েল কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না।