রামকৃষ্ণ আশ্রমে সারদা সংগীত নিকেতনের বর্ষপূর্তি অনুষ্ঠান

22

রাউজান প্রতিনিধি

রাউজান রামকৃষ্ণ আশ্রম পরিচালনা পরিষদের তত্ত¡াবধানে ও সারদা সংঘ, রাউজানের আয়োজনে রাউজান রামকৃষ্ণ আশ্রমে সারদা সংগীত নিকেতনের ১ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান গত ২ জুন অনুষ্ঠিত হয়েঠে। সারদা সংঘের সভাপতি শিল্পী গুহের সঞ্চালনায় আলোচক ছিলেন ফতেয়াবাদ রামকৃষ্ণ মিশনের পূজনীয় স্বামী পূর্ণব্রতানন্দজী মহারাজ। পরিচালনা পরিষদের সভাপতি চঞ্চল চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সহ-সভাপতি অরুন শর্মা শিবু, সম্পাদক মানু কর্মকার মান্না, কোষাধ্যক্ষ গৌরাঙ্গ দে, সারদা সংঘের সহ-সভাপতি চুমকি চৌধুরী, কোষাধ্যক্ষ প্রিয়াংকা চৌধুরী, সারদা সংগীত নিকেতনের সংগীত প্রশিক্ষক বাংলাদেশ টেলিভিশনের গীতিকার ও সুরকার সুধীর দে, তবলাবাদক পার্থ প্রতিম দাশ, শিমুল শর্মা প্রমুখ। বক্তারা সুস্থ ও সুন্দর মনের মানুষ হতে গেলে পড়াশোনার পাশাপাশি সংগীতের প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বারোপ করেন।
পরিশেষে সারদা সংগীত এর নিবেদিত প্রাণ সংগীত প্রশিক্ষক স্বর্গীয় রনজিত চক্রবর্তী ও স্বর্গীয় দীপক শর্মাকে সম্মাননা স্মারক (মরণোত্তর ) প্রদান করা হয়। উপস্থিত ছিলেন সহ-সম্পাদক রোবেল শীল, সদস্য মানস সরকার, দীপক দাশ, অনিমেষ রুদ্র, সারদা সংঘের সহ-সভাপতি বন্দনা দত্ত, সম্পাদক পান্না দে, সাংগঠনিক সম্পাদক মুক্তা দত্ত, সদস্য সুমি রুদ্র, প্রিয়াংকা কর্মকার, উর্মি চৌধুরী মুক্তা, সুনীতা শীল, পান্না দত্ত, সোমা বনিক, বাপ্পি কর্মকার, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের প্রসেনজিৎ শর্মা, দুর্জয় কর্মকার, সাগর কর্মকার, অভি মহাজন, সৈকত কর্মকার, হৃতিক শর্মা, কানন কর্মকার প্রমুখ।