রাবেয়া বশর ইনস্টিটিউটের মাতৃভাষা দিবস পালন

20

রাবেয়া বশর জনকল্যাণ ট্রাস্ট পরিচালিত চট্টগ্রাম রাবেয়া বশর ইনস্টিটিউটের উদ্যোগে গত ২৭ ফেব্রূয়ারি বৃহস্পতিবার ইনস্টিটিউট ক্যাম্পাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ নুরুল হক বীরপ্রতীক, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ শামসুল আলম, পিএইচপি ফ্যামিলির বিজনেস ম্যানেজার মোহাম্মদ নাজমুল হাসান, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলার সাবেক সেক্রেটারী মুহাম্মদ শাহাদাত হোসেন রুমেল, আল-হাশেমী নূরানী ইসলামিয়া সুন্নিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক গাজী মুহাম্মদ শফিউর রহমান, ট্রাস্টি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মহসিন, হাফেজ মুহাম্মদ আব্দুল হামিদ শাহ রজভী, মোহাম্মদ হাসান চৌধুরী খোকন, মোহাম্মদ হামিদ, এহতেশাম রেযা সাকিব, আহমদ রেযা আকিব, মোস্তফা রেযা জাওয়াদ, এম জে মামুন প্রমুখ।
বক্তাগণ বলেন সন্তান ও মাতৃভাষা আল্লাহ প্রদত্ত নেয়ামত। যথাযথ পরিচর্যার মাধ্যমে উপযুক্ত সন্তান গড়ে তোলা সদকায়ে জারিয়া। মাতৃভাষার সঠিক চর্চা করাও আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করার শামিল। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি শিক্ষক-অভিভাবকদের প্রতি উতাত্ত আহবান জানান। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে তিনি পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি