রাজীব চৌধুরীর স্বপ্ন বিলাস ছাদ বাগান এখন দৃষ্টান্ত

52

রাউজানের কাগতিয়ায় ছাদ বাগানে ঝুলছে কয়েকশ প্রজাতির ফলজ বৃক্ষে ফলন। পরিদর্শনকালে দেখা যায়, গাছে ঝুলছে আম, পেয়ারা, কমলা, মাল্টা, চেরি ফল, ডালিম, লেবু, তিত করলা, বেগুন, ক্যাপসিকাম, বড় জামসহ অনেক ফল। কয়েক মাসের মধ্য এ ছাদ বাগান আরো ফুল ও ফলল হবে বলে জানিয়েছেন ছাদ বাগানের উদ্যোক্তা রাজীব চৌধুরী রাজু। তিনি কাগতিয়া বাজারে তার নিজস্ব বহুতল ভবনের চাঁদে স্বপ্ন বিলাস নামে এ ছাদ বাগান গড়ে তলেন ২০১৭ সালে। যেটি উদ্বোধন করেন বৃক্ষ প্রেমিক সাংসদ ফজলে করিম চৌধুরী। তার ফুল ও ফলের বাগানে রয়েছে বিদেশি প্রজাতির আম, জাম, পেয়রা, লেবু, আমলকী, ডালিম, কমলা, মাল্টা, পেঁপেঁ, চেরি ফল, ড্রাগন, এলাচ সহ নানা প্রকার সবজি ক্ষেত। যেটি দেখতে প্রতিদিন তার সাথে যোগাযোগ করে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছে। যার কারনে এটি এখন রাউজানে অনুকরনীয় হয়ে দাড়িয়েছে। ছাদের ২৮শত বর্গফুট আয়তনের চাঁদের দক্ষিণ কর্ণারে রয়েছে একটি কবুতরের বাসা। সেখানে অর্ধ শত উন্নতমানের কপোতকপোতি রয়েছে। চাঁদের পূর্ব কর্ণারে রয়েছে দেশীয় মুরক ও তার্কি। সাদা জাতের মুরক গুলো দেখতে খুবই সুন্দর ও মায়াবতী। শখের চাঁদ বাগান ও দীঘি খনন প্রসঙ্গে ব্যবসায়ী রাজিব চৌধুরী রাজু বলেন, রাউজানের সাংসদ প্রিয় নেতা এবিএম ফজলে করিম চৌধুরী ২০১৭ সনে গ্রীণ ফেস্টিবেলের মাধ্যমে রাউজানে এক ঘন্টায় সাড়ে চার লক্ষ ফলজ চারা রোপন করেন। আমার নেতার দেখানো শিক্ষা ধারণ করে আমি বৃক্ষরোপণে আগ্রহী হয়ে উঠি। প্রথমে চাঁদ বাগান দিয়ে আমার বৃক্ষরোপণ শুরু হয়। পর্যায়ক্রমে বাড়ীট আঙ্গিনা ও ছোট ছোট সড়কেও ফলজ গাছ রোপন করি। সাংসদের নির্দেশনায় নতুন করে খনন করা শান্তি দিঘির চারটি পাড়ে পরিকল্পিত ফলজ বাগান করা হবে।