রাজস্থানের তিনে তিন শূন্য মুম্বাই

4

গুজরাট টাইটান্সকে চড়া মূল্য দিয়ে ঘরের ছেলেকে ঘরে ফেরায় মুম্বাই ইন্ডিয়ান্স। শুধু তা-ই নয়, তার হাতেই তুলে দেওয়া হয় নেতৃত্বের ভার। সেই হার্দিক পান্ডিয়া কেবল হতাশই করে যাচ্ছেন। চলতি মৌসুমে তিন ম্যাচ খেলে এখনো জয়ের স্বাদ এনে দিতে পারেননি দলকে। ঘরের মাঠেও রাজস্থান রয়্যালসের কাছে হারতে হয়েছে ৬ উইকেটের ব্যবধানে। এই ম্যাচেও দুয়ো শুনতে হয়েছে তাকে। মুম্বাইয়ের একদমই বিপরীত চিত্র রাজস্থান শিবিরে। তিন ম্যাচের তিনটিতেই জয় তুলে নিয়েছে তারা যা তাদের এনে দিয়েছে টেবিলের শীর্ষে বসার সুযোগ।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৯ উইকেট হারিয়ে ১২৫ রানের বেশি করতে পারেনি মুম্বাই। সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক পান্ডিয়া। রাজস্থানের চাহাল ১১ রানে তিনটি ও ৩২ রান দিয়ে দুটি উইকেট শিকার করেন বার্গার। তাড়া করতে গিয়ে ৩৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৫৪ রানের দারুণ ইনিংসে দলকে জয়ের বন্দরে নিয়ে যান রিয়ান পরাগ। মুম্বাইয়ের হয়ে আকাশ মাধওয়াল ২০ রানে ৩ উইকেট নিলেও বাকি বোলাররা ছিলেন নিষ্প্রভ।