রাজস্থলী ও নানিয়ারচরে আইন-শৃঙ্খলা সভা

20

 

রাজস্থলী :
রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন-শৃঙ্খলা সভা গত ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও শান্তনু কুমার দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, ওসি জাকির হোসেন, চন্দ্রঘোনা থানার এসআই মোয়াজ্জেম, কৃষি কর্মকর্তা মাহাবুব আলম রনি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সবিনয় চাকমা, মৎস্য কর্মকর্তা ছাবেদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল, নির্বাচন কর্মকর্তা উৎফল বড়ুয়া, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল করিম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা টিটু চৌধুরী, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, রাজস্থলী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক বিশ্বজিৎ সেন, আজগর আলী খান, হারাধন কর্মকারসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে প্রধানসহ বিশিষ্ট জন উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাস বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় এবং সনাতন স¤প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করার লক্ষ্যে জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সজাগ থাকার আহ্বান জানান।

নানিয়ারচর :
নানিয়ারচরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা ও সমন্বয় সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা সভায় নানিয়ারচরের বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পাঠদানে বেঞ্চ সঙ্কটের বিষয়টি উঠে আসে। গত ২৬ সেপ্টেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলুর রহমানের সভাপতিত্বে এতপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা। অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, নানিয়ারচর জোন (১০ বীর) প্রতিনিধি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনু মিয়া, উপজেলা কৃষি অফিসার মো. মেসবাহ উদ্দিন উপস্থিত ছিলেন। এসময় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, হেলমেট ছাড়া বাইক চালকদের বিরুদ্ধে অভিযান, মাদক, বাল্য বিবাহ এবং নানিয়ারচর সদর ইউনিয়নের ১৮ ও ১৯ মাইল এলাকায় ছিনতাইয়ের বিষয়ে ও আলোচনা করা হয়। সম্প্রতি ওই এলাকায় কাভার্ড ভ্যান আটকে চাঁদা দাবি ও চাঁদা না পেয়ে নেসলে বাংলাদেশ কোম্পানির শিশুজাত খাদ্য দ্রব্য ছিনতাই করে একটি সন্ত্রাসী সংগঠন। এবিষয়ে প্রশাসনের কঠোর নজরদারির বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রগতি চাকমা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের কোন শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থাকবেন না। কোন বিদ্যালয়ে বেঞ্চ বা অন্য কোন শিক্ষাসামগ্রী সঙ্কট থাকলে আমাদের জানাবেন। সভাপতির বক্তব্যে ফজলুর রহমা অতিতের তুলনায় নানিয়ারচর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি আসন্ন দূর্গা পূজা ও কঠিন চিবর দান অনুষ্ঠান উৎসবমুখর এবং শান্তিপূর্ণ করার জন্য সকলে সচেতন থাকবেন। প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। এছাড়াও তিনি উপজেলা শিক্ষা বিভাগ কে বেঞ্চ সঙ্কটের বিষয়টি ব্যবস্থা নিতে বলেন এবং প্রয়োজনে শিক্ষা অধিদপ্তরে ব্যবস্থা গ্রহণে চিঠি প্রদানের কথা জানান। আইন্রশৃঙ্খলা সভা শেষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপজেলার মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণ করেন। এতে নির্বাহী অফিসার প্রতিটি দপ্তরের সাথে কথা বলেন এবং দপ্তরসমূহ জনসাধারণকে বর্তমান সেবা প্রদান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।