রাজস্থলীতে মহিলা সমাবেশ

8

রাজস্থলী প্রতিনিধি

সরকারের সাফল্য ও অর্জন নিয়ে কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে গ্রামীন জনগোষ্ঠীর উন্নয়নে চার কার্যক্রম শক্তিশালীকরণ’ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ ঘিলাছড়ি নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের নেী কক্ষে অনুষ্ঠিত হয়েছে। গত ৭ এপ্রিল আয়োজিত মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন কাপ্তাই তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোহাম্মদ হারুন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, ঘিলাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি লংবতি ত্রিপুরা, সাংবাদিক আজগর আলী খানসহ বিদ্যালয়ের শিক্ষকগণ প্রমুখ। মহিলা সমাবেশে মহিলা অভিভাবকসহ শতাধিক মহিলা উপস্থিত ছিলেন। সমাবেশে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা বলেন বর্তমান সরকারের আমলে মহিলারা এগিয়ে যাচ্ছে। এলাকায় মহিলাদের স্বালম্বী করতে বিভিন্ন কর্মসূচির হাতে নিয়েছে। তারে ধারাবাহিকতায় মহিলা এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন। সেটিকে মাথায় রেখে প্রতিটি এলাকায় এলাকায় বর্তমান সরকারের সকল কার্যক্রম জনসম্মুখে তুলে ধরার আহ্বান জানান।