রাজস্থলীতে পাহাড়ধস রোধে প্রশাসনের মাইকিং

14

রাজস্থলী প্রতিনিধি

কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড়ী এলাকা রাজস্থলীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলে বৃষ্টিতে পাহাড় ধসের আশংকায় পাহাড়ের নিসস্ব বসবাসরতদের নিরাপদে আশ্রয় কেন্দ্রে সরাতে এবং সতর্ক করতে উপজেলায় বিভিন্ন এলাকায় মাইকিং করছে স্থানীয় উপজেলা প্রশাসন। এদিকে পাহাড় ধসে ক্ষয়ক্ষতি এড়ানো ও জানমাল রক্ষার্থে গত ১৯ জুন সকাল থেকে গাড়ি যোগে মাইকিং করা হয়েছে। রাজস্থলী উপজেলায় বিভিন্ন এলাকায় পাহাড়ের পাদদেশ ঝুঁকিপূর্ণ পরিবারদের নিরাপদে সরে যেতে এবং জনগনকে সচেতন করতে জেলা প্রসাশকের নির্দেশ মোতাবেক এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাশ। এই বিষয়ে সকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা কার্যালয়ে পাহাড়ধ্বস, ভূমিধস, ভুমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি প্রস্তুতি সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলার সদর, রাজস্থলী বাজার, হাজী পাড়া, নোয়া পাড়া, কুইক্যছড়ি পাড়া, বড়ইতলা, গামারি বাগান, ওগাড়ি পাড়া, লংগদু, লংগদু পূণর্বাসন পাড়া, ইসলামপুর, গাইন্দ্যা পাড়া, শফিপুর, বাঙ্গালহালিয়া, কাকড়াছড়ি পাড়া, ধলিয়া মুসলিম পাড়াসহ বিভিন্ন পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে ব্যাপক প্রচারণার মাধ্যমে জনগণকে মাইকিং করে সতর্ক করে নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে। রাজস্থলী উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাশ জানান, প্রচুর বৃষ্টিপাতের ফলে বন্যা ও পাহাড় ধস দেখা দেয়, আর সেই সাথে সাথে পাহাড় ধসে প্রাণহানীর ঘটনা না ঘটে। তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা শুরু হয়েছে। তিনি আরো জানান, রাজস্থলী উপজেলার তিনটি ইউনিয়নে তিনটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। রাজস্থলী বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালুকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এদিকে রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি উবাচ মারমা বলেন বর্তমান সরকারের দুর্যোগ মোকাবেলায় নিরলসভাবে কাজ করছে। তিনি আরো বলেন রাজস্থলী উপজেলায় কিছু কিছু ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে। সেগুলোতে বসবাস রত পরিবার গুলোকে নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রতিটি এলাকায় এলাকায় যাহাতে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত পরিবার গুলোর সার্বক্ষণিক খোঁজ খবর রাখেন। এদিকে বাঙ্গালহালিয়া বাজারের আশপাশের এলাকাগুলোতে একটু বৃষ্টি শুরু হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিশেষ করে উপরের পাহাড়ি ঢলের পানি গুলো নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বছর এমন জলাবদ্ধতার সমস্যায় পড়তে হয় শত পরিবারের।