রাজনীতিতে আসতে পারেন সাকিব!

163

মাশরাফি বিন মর্তুজা খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি রাজনীতি করছেন। জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্যও নির্বাচিত হয়েছেন। ওই নির্বাচনে মাশরাফির পাশাপাশি নির্বাচনে দাঁড়ানোর কথা ছিল সাকিব আল হাসানেরও। কিন্তু নমিনেশন না পাওয়ায় রাজনীতিতে আসা হয়নি সাকিবের। বিষয়টি নিয়ে সাকিব কখনোই সরাসরি কথা বলেননি। তবে বলেছিলেন, সুযোগ পেলে তিনি খেলা চলাকালীন রাজনীতির মাঠে নামবেন। ১১ মে ডয়েচে ভেলের সাক্ষাৎকারে সাকিব জানালেন রাজনীতি নিয়ে তার ভাবনা। উপস্থাপক খালেদ মুহিউদ্দিন সাকিবকে প্রশ্ন করেছিলেন, ভবিষ্যতে এমপি, মন্ত্রী হওয়ার ইচ্ছা আছে নাকি? তার উত্তরে সাকিব জানালেন, ‘এগুলো সময়ের ওপর ছেড়ে দিতে হবে। ভবিষ্যতে কি হবে তা বলা খুব কঠিন। করোনাভাইরাসের সময় আমি এতোটুকু শিক্ষা পেয়েছি, কাল কি হবে সেটা নিশ্চিত নয়। যদি সুযোগ আসে আমি স্বাগত জানাবো সত্যি কথা। যদি সুযোগ না আসে সেটা নিয়েও আমার আফসোস থাকবে না।