রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম চবি’র সভা

21

 

তরুণরা আগামীর বাংলাদেশকে নতুনরূপে উন্নয়ন অগ্রযাত্রার মহাসোপানে নিয়ে যাবে। তাই তরুণদের শিক্ষা, দক্ষতা ও নেতৃত্বগুণে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়তে সর্বাধিক গুরুত্বারোপ আবশ্যক।
গত ২৫ নভেম্বর চট্টগ্রাম নগরীর নন্দনকাননস্থ বৌদ্ধবিহারে রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’র কার্যকরী পরিষদের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম’র সভাপতি মো. ইকবাল হোসেন সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান শিহাব, সাংগঠনিক সম্পাদক রাজেশ দাশ প্রমুখ। এসময় ড. জিনবোধি ভিক্ষু আরো বলেন, তরুণদের শৌভন কর্মসংস্থান নিশ্চিতে তাদের উদ্ভাবনী ক্ষমতাকে বিকশিত করতে রাষ্ট্র ও সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। সম্প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষুকে বিশ্ববীণা কবিতা ও সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি পদকে সম্মানিত করা হয়। এতদপ্রেক্ষিতে সংগঠনের পক্ষ থেকে ড. জিনবোধি ভিক্ষুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।