রাঙ্গুনিয়া শেখ রাসেল এভিয়ারী পার্কের কর্মচারীর ৭ মাস বেতন বন্ধ

17

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়া শেখ রাসেল এভিয়ারী পার্কের কর্মকর্তা কর্মচারীর ৭মাস বেতন বন্ধ থাকায় মানবেতর জীবন যাপন করছে। বেতন বন্ধ থাকায় এসব কর্মকর্তা কর্মচারীর পরিবারে নেমে আসে চরম অভাব অনটন। এতে করে পার্কে জনবল সংকট দেখা দিয়েছে। জানা যায়, রাঙ্গুনিয়া শেখ রাসেল এভিয়ারী পার্কের (২৪ জন) কর্মকর্তা কর্মচারীরা গত বছরের জুলাই মাস থেকে বেতন বন্ধ করে দিয়েছে । অপর দিকে বন বিভোগের এ প্রকল্প বন্ধ রয়েছে। প্রকল্প বন্ধ থাকায় এসব কর্মকর্তা কর্মচারীরা তাদের চাকরীর অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এতে পার্কের জন বল সংকট দেখা দিয়েছে। পার্কের নানা দায়িত্বে থাকা কর্মকর্তা কর্মচারীর অনুপস্থিতে পার্কের দৈনদিন কাজে মারাত্নক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। রাঙ্গুনিয়া শেখ রাসেল এভিয়ারী পার্কের বন্যপ্রানী নিরাপত্তা প্রহরী ইকবাল হোসেন বাবলু জানান, আমাদের ৭ মাস বেতন বন্ধ। চাকুরী নেই। কিভাবে চলব জানি না।
আমাদের দাবী আমাদের প্রকল্প চালু করে বকেয়া বেতন এর ব্যবস্থা করা। এ বিষয়ে রাঙ্গুনিয়া শেখ রাসেল এভিয়ারী পার্কের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মাসুদ কবির জানান, প্রকল্প শেষ হয়েছে। প্রজেক্ট আবার চালু হলে তাদেও কর্মসংস্থানের ব্যবস্থা হবে। ৭মাসের বেতন বকেয়ার বিষয়ে প্রকল্পের উদ্ধর্তন কর্মকর্তারা ব্যবস্থা নিচ্ছে তিনি জানান।