রাঙ্গুনিয়া বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট ফাইনালে বাচা বাবা একাদশ

78

রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন কর্ণফুলী ক্রীড়া পরিষদের আয়োজনে মহান বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট এর দ্বিতীয় সেমিফাইনাল খেলা পোমরা উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। খেলায় মরহুম ইউনুচ মিয়া স্মৃতি রাঙ্গুনিয়া ফুটবল অ্যাকাডেমিকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে উন্নীত হয় বাচা বাবা ফুটবল একাদশ। এদিন খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম রাইজিং স্টার ফুটবল দলের প্রশিক্ষক ও ডায়নামিক ফুটবল অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক হায়দার কবির প্রিন্স। কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক আবদুল করিম চৌধুরীর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথির বক্তব্য দেন পোমরা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ এম বাবুল। আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পোমরা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের দাতা সদস্য জোনাইদুল আলম চৌধুরী, সাংবাদিক জগলুল হুদা, কর্ণফুলী ক্রীড়া পরিষদের আহবায়ক আহমেদ আলী নঈমী, সদস্য মো. সেলিম, মুক্তিযোদ্ধা আবদুল মালেক, উপজেলা মানবাধিকার কমিশনের প্রচার সম্পাদক আব্বাস আলী চৌধুরী মুন্না প্রমুখ। খেলা পরিচালনা করেন মুক্তিসাধন বড়ুয়া।
এর আগে প্রথম সেমিফাইনালে মোগলের হাট ফুটবল দলকে ট্রাইবেকারে পরাজিত করে ফাইনালে উঠেছিল রাঙ্গুনিয়া ফুটবল অ্যাকাডেমি। ‘মাদককে না বলুন, ক্রীড়াকে হা বলুন’, এই অঙ্গিকারে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে ৮টি দল অংশ নিয়েছিল।