রাঙ্গুনিয়া পৌরসভায় জিটুপি এর সচেতনতামূলক সভা

28

সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির ভাতা সরকারি কোষাগার থেকে সরাসরি ভাতাভোগীর কাছে পৌঁছে দিতে “জিটুপি” নামে একটি ডিজিটাল পদ্ধতি চালু করেছে সরকার। ‘গভর্নমেন্ট টু পারসন’ বা ‘জিটুপি’ পেমেন্ট পদ্ধতি সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে রাঙ্গুনিয়া পৌরসভায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১১ সেপ্টেম্বর রাঙ্গুনিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এটুআই প্রোগ্রাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র মোহাম্মদ শাহজাহান সিকদার। পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, ফিল্ড সুপারভাইজার অসীম বড়ুয়া, পৌরসভার কাউন্সিলর জালাল উদ্দিন, লোকমানুল হক তালুকদার, সিরাজুল ইসলাম, এনাম উদ্দিন আইয়ুব, নজরুল ইসলাম, নূর জাহান বেগম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ ওবাইদুল্লাহ প্রমুখ।