রাঙ্গুনিয়া পৌরসভার বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

65

রাঙ্গুনিয়া পৌরসভায় সাম্প্রতিক বন্যা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ১৬ জুলাই সকালে পৌরসভার কার্যালয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেন পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ সেলিম, কাউন্সিলর নুরুল আবছার জসিম, নজরুল ইসলাম চৌধুরী, সিরাজুল ইসলাম, জেসমিন আক্তার, সাবেক ছাত্রনেতা সোহেল চৌধুরী, মো. ওবাইদুল্লাহ, মো. ইব্রাহীম প্রমুখ।

রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবারে হজ প্রশিক্ষণ কর্মশালা

রাঙ্গুনিয়ার রাহাতিয়া দরবারে নঈমীয়া হজ্ব কাফেলার উদ্যোগে দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ জুলাই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ দেন নঈমীয়া হজ কাফেলার চেয়ারম্যান সৈয়দ ওবাইদুল মোস্তাফা নঈমী। কাফেলার পরিচালক মাওলানা সৈয়দ নিজাম উদ্দিন নঈমীর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালক সৈয়দ মোহাম্মদ হাবিবুর রহমান সর্দার, আহসান হাবিব চৌধুরী, ড. আবদুল মাবুদ, সাইফুল ইসলাম রানা, মোহাম্মদ খোকন, মঈনুদ্দিন মোস্তফা, মাওলানা আবদুল কাদের নঈমী, অধ্যক্ষ নাছির উদ্দিন তৈয়বী, ড. আবদুল হালিম প্রমুখ। রাঙ্গুনিয়া প্রতিনিধি

চন্দনাইশে ১৭-২৩
জুলাই মৎস্য সপ্তাহ

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে আগামী ১৭ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ’১৯ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে ১৭ জুলাই সকালে সাংবাদিক সম্মেলন, মাইকিং এর মাধ্যমে প্রচারণা, ১৮ জুলাই সকালে বর্ণাঢ্য র‌্যালি, উপজেলা পরিষদ পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা, ১৯ জুলাই মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি, প্রামাণ্যচিত্র প্রদর্শন, ২০ জুলাই ফরমালিন বিরোধী অভিযান, মৎস্য বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, ২১ জুলাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মৎস্য চাষ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, ২২ জুলাই হাট-বাজার ও জনবহুল স্থানে মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, ২৩ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ’১৯ মূল্যায়ন, পুরস্কার বিতরণ।